শ্রীমঙ্গলে করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২১, ৫:০০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে “করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় (১০ ফেব্রæয়ারি’) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়।
সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং টিঁআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী’র সঞ্চালনায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. জাকিরুল হাসান ও সহকারি শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো.জহিরুল ইসলাম ভূঁইয়া। মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য কবিতা রানী দাস।
এছাড়া আরো বক্তব্য রাখেন বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, সনাক সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, সদস্য জহর তরফদার, শাহ আরিফ আলি নাসিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট ইসমাইল মাহমুদ, স্বজন আহŸায়ক দেলোয়ার হোসেন মামুন এবং সদস্য সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।