উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গঠিত সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সন্ধায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুর রউফ তালুকদার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহসভাপতি এএনএম ওয়াহিদুজ্জামান ও জয়শ্রী চৌধুরী, সদস্য মো. কাওছার ইকবাল, এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমদ, ডা. পুষ্পিতা খাস্তগীর ও দিল আফরোজ বেগম।
সাংবাদিক সৈয়দ নেসার আহমদকে সভাপতি ও আলহাজ মো. আব্দুর রউফ তালুকদার সাধারণ সম্পাদক করে গত ২৭ ডিসেম্বর দুদক পরিচালক এসএম মফিদুল ইসলাম স্বাক্ষরিত ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদনে জানানো হয় নতুন কমিটি পহেলা জানুয়ারি ২০২১ইং, তারিখ থেকে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ এবং কার্যক্রম শুরু করবে। এই কমিটির মেয়াদ হবে তিন বছর।
সভায় নতুন সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ অসুস্থ্য থাকায় সভায় উপস্থিত হতে পারেন নি।