মৌলভীবাজারে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজারে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে শহরের শমসেরনগর রোড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এম সাইফুর রহমান সড়কের ওয়ের্স্টানপ্লাজার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।