শ্রীমঙ্গলে অন্তসত্বা গৃহবধূর লাশ উদ্ধার : শাশুড়ী আটক
প্রকাশিত হয়েছে : ৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে আসমা বেগম (২২) নামে অন্তসত্ত¡া এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার দুপুরের উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকার বাজার রাজপারা বাদে আলীশা এলাকা থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নিহত আসমা বেগম উপজেলার আলিশার কুল এলাকার মতলিব মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধুর শাশুড়ী রহিমা বেগম (৫৫) কে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী মো. আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও এক সাথে খাবার দাবার শেষ করে একই বিছানায় ঘুমান। রোববার (৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার পাশে স্ত্রী নেই। তিনি এদিক ওদিক তাকিয়ে হটাৎ দেখেন ঘরের উপরে তীরের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলানো আছে। পরে চিৎকার দিয়ে আশে পাশের লোকজন ডাক দিলে এগিয়ে আসে।
নিহতের বড় বোন আলেয়া বেগম (৩০) জানান, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা ছিলো। আমাদের ধারনা আমার বোনকে তারা খুন করেছে।
ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকসহ পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ ব্যাপরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আলামতে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে আত্মহত্যার প্ররোচনার দায়ে নিহতের শাশুড়ি রহিমা বেগম আটক করেছে পুলিশ।
তিনি আরো জানান, মেয়েটির দ্বিতীয় বিয়ে হওয়ার কারণে ছেলেকে তার মা রহিমা বেগম প্রায়ই তাকে স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন উস্কানি দিত এবং ছেলের বউকে বিভিন্নভাবে মানষিক নির্যাতন করতো।