শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফলোআপ সভা
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ফেব্রুয়ারি জানুয়ারি বুধবার সকালে শহরের গুহ রোডস্থ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কার্যালয়ে স্থানীয় সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কেন্দ্রীয় সমম্বয়কারী মাইমুনা আক্তার রুবি।
এসময় স্থানীয় পিএফজি সদস্য অ্যাম্বসেডর শিক্ষক কাজী আছমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সমসের খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি হাজী এলেমান কবীর, উপজেলা সিপিবি সভাপতি মোছাদ্দেক মেলা, ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া, বিশিষ্ট সমাজসেবী মো. আনহারুল ইসলাম, শিক্ষক দিলীপ কুমার কৈরী, জাফরিন নাহার রোজ, সমাজকর্মী ব্যবসায়ী মো ছয়ফুর রহমান ও গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে পিএফজি সাংগঠনিক ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয় এবং উপজেলার সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে প্রতি মাসের ১ম শনিবার মাসিক নিয়মিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।