মৌলভীবাজার মেয়র নির্বাচনে বেসরকারিভাবে ফজলুর রহমান বিজয়ী
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ১৩,৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফজলুর রহমান। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মো. অলিউর রহমান পেয়েছেন ৩,৭৩৩ ভোট। পোলিং এজেন্টদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটের এই হিসাব পাওয়া গেছে।
আজ ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৯টি ওয়ার্ডের ৮ কাউন্সিলার প্রার্থী ভোটে নির্বাচিত হন। অপরদিকে ৯ নং ওয়ার্ডের প্রার্থী মসুদ আহমদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচনী পরিবেশ নেই এমন অভিযোগ এনে গতকাল (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
৯ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরবৃন্দ :
১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে অ্যাডভোকেট পার্থ সারথী দাশ পেয়েছেন ১৬৬৪ ভোট, ২নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে আসাদ হোসেন মক্কু ১১৩৭ ভোট। ৩নং ওয়ার্ডে মো. নাহিদ হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ১০৯৭ ভোট। ৪নং ওয়ার্ডে সালেহ আহমদ পাঞ্জাবি প্রতীকে ৬৫৬ ভোট। ৫নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে ফয়ছল আহমদ ৯৩৭ ভোট। ৬নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে জালাল আহমদ ৮১৯ ভোট। ৭নং ওয়ার্ডে আনিসুজ্জামান বায়েছ ফাইল কেবিনেট প্রতীকে ১০৯২ ভোট। ৮নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে সৈয়দ সেলিম হক ১২৫১ ভোট। ৯নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন মসুদ আহমদ।
৩টি ওয়ার্ডের বিজয়ী সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ :
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আনারস প্রতীকে নাজমা বেগম পেয়েছেন ২৩২৬ ভোট। ২ নং ওয়ার্ডে জাহানারা বেগম চশমা প্রতীকে পেয়েছেন ৩০৫৫ ভোট। জিম্মি আক্তার আনারস প্রতীকে ২০২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।