মৌলভীবাজার পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর ।। যা বললেন সংবাদ সম্মেলনে
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ১:৫০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান। প্রশাসন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে না পারায় নির্বাচনের মাত্র ২১ ঘণ্টা আগে প্রেস কনফারেন্স করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গতকাল (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের ৪ জনের নাম উল্লেখ করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছিলেন এই প্রার্থী।
আজ (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধানের শীষের প্রার্থী মেয়র মো. অলিউর রহমান লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে না আসায় এবং এজেন্টদের প্রতি ভয়ভীতি দেখানো অব্যাহত থাকায় আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, গত ২৭ জানুয়ারি সরকার দলীয় সমর্থকদের তান্ডবের বিষয় প্রশাসনকে অবহিত করেছিলাম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চারজন নিদিষ্ট ছাত্রলীগের ক্যাডার সন্ত্রাসীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিলাম। এই বিষয়ে রিটার্নিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেন নাই। এই ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তায় আমার সমর্থক ও কর্মীবৃন্দ আতঙ্কগ্রস্থ হয়ে গেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমাদের দাবি ছিল অনুযায়ী ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করলে নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও ফিরে আসতো। কিন্তুপদক্ষেপ প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এর মধ্যে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা সারা শহরে ভীতি প্রচার অব্যাহত রেখেছে। সরকার দলীয় প্রার্থী শতশত বহিরাগত সন্ত্রাসী শহরে সমাগম করে সম্ভাব্য পোলিং এজেন্টদের ফোনে এবং অনেক ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করছে।
এরূপ পরিস্থিতিতে আগামীকাল (৩০ জানুুয়ারি) অনুষ্টেয় মেয়র নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি লিখিতভাবে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যে অবহিত করেছি। এই প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে সরকার দলীয় প্রার্থীকে বৈধতা প্রদান করা আমার ও আমার দলের বিন্দুমাত্র ইচ্ছে নেই।
বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মৌলভীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশিদ জানান, প্রার্থীর লিখিত আবেদন পেয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচলানা বোর্ডের প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি আকিদুর রহমান সোহান প্রমুখ।