মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ ।। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি বিএনপির
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৩:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার পৌর নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে জেলা শহর। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলা, বিএনপি প্রার্থীর প্রচারণা মিছিলে মোটর সাইকেল নিয়ে অতির্কিতভাবে ঢোকে পড়াসহ বিভিন্ন অভিযোগ এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশংকা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মো. অলিউর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন সমন্বয়ক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, জেলা বিএপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিউর রহমান বলেন, বুধবার বিএনপি প্রার্থীর প্রচার মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসী শিমুল, সাইফুর রহমান রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে তিনিটি মোটর সাইকেলে ৬ জন অতর্কিতভাবে মিছিলের ভেতর ঢোকার চেষ্টা করে। পরবর্তীতে বিকাল ৪টার দিকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাহ মোস্তফা সড়কের একটি রেস্টুরেন্টে চা খাওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারী ক্যাডাররা হামলা ও ভাঙচুর চালায়। এসময় বিএনপি নেতা মাহমুদুর রহমান, শামীম আহমদ, ফখরুল ইসলামসহ ৮/১০ জন আহত হন। পরে বিএনপির সাবেক এমপি খালেদা রব্বানীর বাসার সামনে ও সিনিয়র নেতাদের সামনে ফাঁকা গুলি ছোড়ে ত্রাস সৃষ্টি করে।
এছাড়াও তিনি অভিযোগ করেছেন আওয়ামী লীগ সিলেট ও পার্শ্ববর্তী উপজেলা সমূহ থেকে শতশত বহিরাগত সন্ত্রাসী এনে মৌলভীবাজার শহরে জড়ো করে শহরে মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
বিএনপি মেয়র প্রার্থী অলিউর রহমান আরো বলেন, এই পরিস্থিতে নির্বাচনের আর কোন পরিবেশ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের শোচনীয় পরাজয় নিশ্চিত জেনে ২০১৫ সালের পৌরসভা নির্বাচনের ন্যায় সন্ত্রাসী কায়দায় জোর জবরদস্থী ও কারচুপির মাধ্যমে নির্বাচনে জেতার জন্য বদ্ধ পরিকর। তিনি আগামী ২৪ ঘণ্টার ভেতর তাদের গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ নির্বাচন সামনে রেখে বহিরাগত সন্ত্রাসী জড়ো করছে এই প্রসংগে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান মুঠোফোনে বলেন, বিএনপির অভিযোগটি মিথ্যা ও বানোয়াট।
এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে মৌলভীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বৃহস্পতিবার মুঠোফোনে জানান, বিএনপির অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী রোজ শনিবার মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। তৃতীয় ধাপের এই নির্বাচনে মৌলভীবাজারে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র ফজলুর রহমান এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান। কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ২৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন। মোট ভোটার ৪৩ হাজার৪ শত ৪৬। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। ভোট কেন্দ্র মোট ১৮ টি।