পৌরসভায় ৭ দিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২১, ৫:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে পৌর এলাকার ভেতর বৈধ অস্ত্রধারীরা ভোটের ২ দিন পূর্বে ও পরের ৫ দিন অস্ত্রবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২৫ জানুয়ারি সোমবার বিকাল ৫টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্দেশনায় এই তথ্য শহরে মাইকিং করে জানায় মৌলভীবাজার তথ্য অফিস। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা করা হবে। ২৮ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।