শ্রীমঙ্গলে নতুন ঘর পেল ১শ পরিবার
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ৬:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ভূমিহীন ও গৃহহীন ১শ পরিবার মধ্যে ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘরগুলো উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নির্দিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের মডেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত প্রমুখ।
জানা যায়, সরকারি খাস জমিতে ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা ১০০টি ঘর গৃহহীনদের দেয়া হয়। বাকি ২০০টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করে উপকার ভোগীদের বুঝিয়ে দেওয়া হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর, বাথরুম ও নামাজের জায়গাসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।