চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখলাই মিয়া আর নেই
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ৩:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাই মিয়া মারা গেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে আখলাই মিয়ার বাড়ির পাশের জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই আসলাম জানান, লিভার সিরোসিস হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।