মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার আইন শৃংখলা পরিস্থিতির সমস্যা, সমাধান ও উন্নয়ন নিয়ে করণীয় সম্পর্কে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত , সহসভাপতি নূরুল ইসলাম শেফুল ও অশোক কুমার দাশ, আকমল হোসেন নিপু, বকসি মিছবাউর রহমান, নূরুল ইসলামসহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি ডিবি সুধীন চন্দ্র দাশ, ডিআইও ওয়ান আবু তাহের প্রমুখ।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ফেরদৌস আহমদ (তমাল ফেরদৌস দুলাল), সালেহ এলাহী কুটি, আনোয়ারুল ইসলাম জাবেদ, আফরোজ আহমদ, সালাহ উদ্দিন ইবনে শিহাব, মু. ইমাদ উদ্দীন, আহমেদ ফারুক মিল্লাদ, বিকুল চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, এ এস কাঁকন, প্রমুখ ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চান। তিনি আরো বলেন, এই জেলায় কন্সস্টেবল নিয়োগে স্বচ্ছতা রাখা হবে। কোন ধরনের নিয়োগ বানিজ্যের সুযোগ কেউ পাবেনা। তিনি বলেন, আমাদের দেশে সাংবাদিকতা এখন অনেক পেশাদার। গত দশ বছরে গণমাধ্যম ও সাংবাদিকরা অনেক অগ্রসর হয়েছেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ একটি নিউজ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে। তাই পারস্পারিক সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।