কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৭ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২১, ৪:০০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদ্প্তর।
আজ ১৮ জানুয়ারি সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় কুলাউড়ার শমসেরনগর রোডে অবস্থিত নিউ ডায়মন্ড ফুডকে ৫ হাজার টাকা, ব্রাহ্মণবাজারে অবস্থিত অশোক স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও খাদ্য পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।