সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহকারী সম্পাদক মো. রেদওয়ানুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৩:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহকারী সম্পাদক মো. রেদওয়ানুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে মৌলভীবাজারে খতমে বোখারী শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ১৬ জানুয়ারি শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
সকাল ১০টা থেকে আলেমরা কুরআন শরীফ ও বোখারী শরীফর খতম সম্পন্ন করেন। দোয়া শেষে অতিথি ও আলেম-উলামাদের দুপুরে আপ্যায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, জেলা বিএনপির সহসভাপতি এম এ মুকিত, সাধারণ সম্পাদ মো. মিজানুর রহমান (ভিপি মিজান), প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।