কবি ও সাংবাদিক নূরুল নাভেদ’র ৫০ বছর পূর্তি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২১, ২:৩৮ অপরাহ্ণ
লিটল ম্যাগাজিন অনার্যের প্রধান সম্পাদক, সাংবাদিক ও কবি নূরুল ইসলাম ৫০ বছর পেরিয়ে একান্নতে পা রাখছেন। এ উপলক্ষে তার শুভাকাঙ্খী ও শুভার্থীরা গত ১০ জানুয়ারি রোববার সন্ধ্যায় মৌলভীবাজার আইনিউজ’র কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিককর্মী, সংগীত শিল্পী, প্রকাশনা সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।
অঙ্কন প্রকাশনার কর্ণধার, কবি মহিদুর রহমান, সাংবাদিক, কবি আহমদ আফরোজের যৌথ সঞ্চালনায় পর্যায়ক্রমে সাংবাদিক নূরুল ইসলাম (কবি নূরুল নাভেদ) এর জীবন-কর্ম নিয়ে আলোকপাত করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অশোক কুমার দাশ, কবি ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, গবেষক দীপঙ্কর মোহান্ত, শিক্ষক লুৎফুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, নাট্যাভিনেতা আ,স,ম সালেহ সুহেল, সংগীত শিল্পী মীর ইউসুফ, কবি জাহাঙ্গীর জয়েস, সাংবাদিক হাসানাত কামাল, কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব, সাংবাদিক আব্দুর রব, সংস্কৃতিককর্মী ইফ্ফাত আরা নীপা, ব্যবসায়ী রাজন আহমেদ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সেলিম মিয়া, সুহৃদ সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক উপানন্দ বর্মণ, সৃজনশীল চিন্তার মানুষ রানা রেজা প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন দে, তুহিনুর রশীদ জুবের, অনীক ভট্টাচার্য়, পূজাসহ অনেকে। অনুষ্ঠানের রূপ-বৈচিত্র্য শৈল্পিকভাবে ধারণ করেন ফটো সাংবাদিক রণজিৎ দত্ত জনি।
অনুষ্ঠানের শুরুতে কবি নূরুল নাভেদকে ফুলেল শুভে”ছা জানান উপস্থিত সকলে। এরপর অনুভূতি প্রকাশপর্ব শেষে সাংবাদিক ও কবির ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
অনুভূতি প্রকাশের সময় সৃজনশীল চর্চায় নিবেদিত ব্যক্তিবর্গরা দায়িত্বশীলতার জায়গায় অনড় থেকে কবি নূরুল নাভেদ’র শতায়ূ কামনা করেন।
উল্লেখ্য, কবি ও সাংবাদিক নূরুল নাভেদ ১৯৭১ সালের ৮ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ৮৯-৯০ ব্যাচের ছাত্র ছিলেন। ছাত্র থাকাবস্থায়ই তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। পরে সিলেটে দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় কাজ করেন। বর্তমানে দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে সুনামের সাথে কাজ করছেন। সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন পত্রিকায় অনিয়মিতভাবে কলাম লিখছেন। তার প্রকাশিতব্য কাব্যগ্রন্থের নাম ’চোখ ও জলের চশমা’।