কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কমলগঞ্জে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
আজ ১১ জানুয়ারি সোমবার ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় উপজেলার লামা বাজার, পশ্চিমবাজার, ইয়ারপোর্ট রোড, শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে লামাবাজারে অবস্থিত জেবিএল ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, পশ্চিমবাজারে অবস্থিত নূরজাহান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, ইয়ারপোর্ট রোডে অবস্থিত রাজমহলকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।