জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে উৎসর্গ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০২১, ৪:৫২ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
উৎসর্গ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) উষ্ণতার স্পর্শ শিরোনামে জুড়ী ও কুলাউড়ায় এই কম্বল বিতরণ করা হয়।
উৎসর্গ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. বেলাল হোসাইনের আয়োজনে জুড়ীতে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি কামরুল হাসান নোমান, সাংবাদিক সিরাজুল ইসলাম রিপন, উৎসর্গ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সম্পাদক সাদিকুর রহমান, সন্তোষ দাস প্রমুখ।
অপরদিকে বিকাল ৩টায় কুলাউড়া শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন কুলাউড়ার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, উৎসর্গ ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি মো বেলাল হোসাইন, কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল, নিজামিয়া বিসকুটি মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. মিসবাহ উদ্দিন, কুলাউড়া উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল মুবিন জিহাদী, উৎসর্গ ফাউন্ডেশন কুলাউড়া শাখার যুগ্ম আহবায়ক বাবর আহমদ তারেক, মিজানুর রহমান মাহবুব, কাদিপুর ইউপি তালামীযের সাধারন সম্পাদক মেহেদী হাসান সাঈদ প্রমুখ। যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন,সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ,আমিনুল ইসলাম,তারেক আহমদ প্রমুখ।