মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে ছাত্রফন্ট্রের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০২১, ৩:৫২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
ঢাকার ইংরেজি মাধ্যম স্কুল কলাবাগান মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা।
আজ ৯ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ।
দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সহসভাপতি বিশ্বজিত নন্দী, জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক অনন্ত দাস অর্নব। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আয়শা আক্তার নওমী।
বক্তারা ধর্ষনের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন গড়ে তুলে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণ রূখে দাঁড়ানোর আহবান জানান।
উল্লেখ্য, স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা ঘটনায় মামলার একমাত্র আসামি ও ছাত্রীটির বন্ধু ফারদিন ইফতেখার ওরফে দিহান গতকাল শুক্রবার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।