রাজনগরে ভোক্তার সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরে বাজার তদারকি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
আজ ৬ জানুয়ারি বুধবার ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার চৌধুরী বাজার, কর্ণীগ্রাম বাজার, মশরিয়া বাজার, সিলেট রোড, মশরিয়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেস্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়,মূল্য তালিকা না রাখা, পণ্যের প্যাকেটে মূল্য না লেখা থাকাসহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করায় সহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী বাজারে অবস্থিত কেয়ার বক্স ট্রের্ডাসকে ২ হাজার টাকা, কর্ণীগ্রাম বাজারে অবস্থিত সানিয়া ফুডস এন্ড কসমেট্রিক্সকে ১ হাজার টাকা, মশরিয়া বাজারে অবস্থিত তাজকিয়া ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত মা ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, মশরিয়া রোডে অবস্থিত শেখ মেডিসিন পয়েন্টকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের সত্যতা স্বীকার করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।