কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে আটক ৬
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০২১, ৬:১১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ (২ জানুয়ারি) রবিবার দুপুরে উপজেলার পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের অপরাধে সুয়ার মিয়া (৪৫), রামলাল (২৫), সানাই মাদ্রাজী (৩২), বাবুল বড়াইক (৩৫). কাজল বাউরী (৪৫) ও ছোটবাবু (২৮) কে আটক করা হয়। আটক হওয়া মাদকসেবীদের কাছ থেকে ১ লিটার চোলাই মদ ও গøাস উদ্ধার করে তিন দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।