কমলগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০২১, ১:৩৪ অপরাহ্ণ
কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভানুগাছ বাজারস্থ মণিপুরী মার্কেট মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবসংতির সভাপতি লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সৈয়দ তজমুল বক্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, জেলা যুব সংহতি আহবায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক জামাল হাসান। জেলা যুগ্ম আহবায়ক বদরুল হাসান জোসেফ, জেলা সংহতি আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল আলম।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, মাধবপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, আলিনগর ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালিক প্রমুখ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আব্দুল আজিজ জুয়েল আহমেদ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শহিদ।