করোনাক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী সাবেক এমপি তোয়াবুর রহিমের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২ জানুয়ারি ২০২১, ১:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের সাবেক গণপরিষদ সদস্য ও এমপি (সংসদ সদস্য) তোয়াবুর রহিম যুক্তরাজ্যের লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা গেছেন। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (১ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত লন্ডন সময় ৮.৪০ ও বাংলাদেশ সময় ভোর রাত ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি করোনাক্রান্ত হয়ে মারা গেছেন বলে মরহুমের ভাগ্নে শামসুল খান জানিয়েছেন।
রাজনগর উপজেলার বালিসহস্ত্র গ্রামের বাসিন্দা তোয়াবুর রহিম তৃণমূলের নেতা হিসেবে স্থানীয় মনসুরনগর ইউনিয়নের মেম্বার হয়ে জনসেবা শুরু করেন। এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭০ সালে রাজনগর-কমলগঞ্জ আংশিক) আসনের গণপরিষদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর রাজনীতির একনিষ্ঠ অনুসারী আজন্ম আওয়ামী লীগার তোয়াবুর রহিম মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি এমপি থাকাকালীন মনসুরনগর ইউনিয়ন এলাকায় এমপির বাজার নামে একটি বাজার প্রতিষ্ঠা করেন।