মৌলভীবাজারে আ’লীগ, বিএনপির গণতন্ত্র হত্যা ও বিজয় দিবস : পাল্টাপাল্টি মিছিল
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২০, ৭:১৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে গণতন্ত্রের বিজয় ও গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে আ’লীগ আনন্দ মিছিল এবং বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে দু’টি রাজনৈতিক দল ভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের পাল্টাপাল্টি মিছিলে শহর সরগরম হয়ে ওঠে। ৩০ ডিসেম্বর গণতন্ত্রেও বিজয় দিবস উপলক্ষে জেলা আ’লীগ শহরে মিছিল করে কুসুমবাগ পয়েন্টে পথসভা করেছে।
এ সময় বক্তব্য দেন জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুল রহমান, সদর উপজেলা আ’লীগ সভাপতি আকবর আলী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সহসভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ অনেকে।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের এম সাইফুর রহমান রোড (সেন্ট্রাল রোড) এর পশ্চিমবাজার থেকে শুরু হয়ে চৌমোহনার নিকটবর্তী স্থানীয় সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) এর পরিচালনায় ও জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, স্থানীয় পৌর বিএনপি’র আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র সহ সম্পাদক শামীম আহমদ, আব্দুর রহিম রিপন প্রমুখ।