শ্রীমঙ্গলে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র, মাস্ক ও খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২০, ৬:০০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে যুব সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে হিলভিউ রেস্ট হাউসে দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।
আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল হিলভিউ রেস্ট হাউসে শ্রীমঙ্গল যুব সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র, মাক্স ও খাবার বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র, মাস্ক ও খাবার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বি.এম.এ.এর সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল পলি ক্লিনিক এর নির্বাহী পরিচালক দেবব্রত দত্ত হাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মো.জাহাঙ্গীর আলম সোহাগ ও লাইফস গুডস মডেল স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা প্রমুখ।