মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন || সভাপতি মাতুক, সেক্রেটারি নিজাম
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২০, ৪:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোয়াজ্জেম হোসেন মাতুক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান নিজাম ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শফিউর রহমানকে।
আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফখরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি রেজিনা নাসের, সহসভাপতি এম এ মুকিত, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।