শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা জোরদারকরণে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২০, ৬:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা জোরদারকরণে জোটগঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অন্ুিষ্ঠত হয়।
চাইল্ডফাÐ কোরিয়া ও এডুকো’র অর্থায়নে এবং আলোয় আলো প্রকল্পের সহযোগিতায় এমসিডা, বিটিএস ও আইডিয়া প্রকল্পের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখের উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়ের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, আলোয় আলো প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুর রহমান প্রমুখ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ছয়টি চা-বাগানের ব্যবস্থাপক, ছয়টি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি, তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকাভিত্তিক শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধি ও সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিশু অধিকার রক্ষায় মনিটরিং করার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।