শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২২) নির্বাচনের তফসীল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২০, ৪:০৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২২) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এম বি এ বেলাল ও গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী প্রেসক্লাব কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২২ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।
২৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ৯ জানুয়ারি ২০২১ সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত গোপন ব্যালটে প্রেসক্লাবে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।
এ সময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যােতি চৌধুরী ও সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশে করোনাভাইরাস মহামারি বিরাজমান থাকায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানান নির্বাচন কমিশনার সোয়েব হোসেন চৌধুরী।