মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে প্রবাসী নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে পারিবারিক কলহের কারণে দুই পক্ষের সংঘর্ষে হাফিজ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে উভয় পরিবারের অনেকেই গা ঢাকা দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের পুদিনাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন প্রায় ১০/১১ বছর আগে খালাত বোন রুজিনা বেগমকে বিয়ে করেন। গত কয়েক মাস আগে দুবাই থেকে হাফিজ উদ্দিন বাড়ীতে আসেন। পরে এক সময় একই উপজেলার আথানগিরি গ্রামের এক মেয়ে কে বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী ও হাফিজের মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে রুজিনা দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
এদিকে প্রবাসী হাফিজ দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ খবর জানাজানির পর রুজিনার বাবার পক্ষ ও হাফিজের পক্ষের লোকজনের মাঝে বাক-বিতন্ডার এক পর্যায়ে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত হাফিজ উদ্দিনকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব শনিবার দুপুরে জানান ময়না তদন্ত শেষে হাফিজের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।