বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিপিএএম
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৩:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর চ্যাম্পিয়নশীপ অর্জন করলো সিপিএএম, মৌলভীবাজার সদর।
আজ ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসের বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে কোয়াব কাপের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাট করতে নেমে কোয়াব কুলাউড়া টিম ১২৯ রানের টার্গেট দেয় সিপিএএমকে। জবাবে ৩ উইকেট ও ১৬ ওভার হাতে রেখেই বিজয় ছিনিয়ে নেয় সিপিএএম। কুলাউড়া কোয়াব টিম ৯ উইকেটে ১২৮ রান অর্জন করে রানার্সআপ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, জাতীয় টিমের বোলার ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান, কোয়াব মৌলভীবাজারের সভাপতি বিমান ঘোষ বিল্কু, সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন তাজিদ। সেরা বোলার অনুপ এবং প্লেয়ার অব দা ফাইনাল হয়েছেন ফরহাদ।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মৌলভীবাজার জেলা শাখা। টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করে।