মৌলভীবাজারে পুলিশ ক্লিয়ারেন্সে ওয়ান স্টপ সার্ভিস চালু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমুলক ও দ্রুততম সময়ে পুলিশিং সেবা নিশ্চিত করতে মৌলভীবাজারে চালু করা হয়েছে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স’।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ সার্ভিসের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে এখন থেকে সারা জেলার মানুষ অনলাইনে সহজে এ সেবা গ্রহণ করতে পারবেন।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে প্রচুর পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পরে। এই সেবা সহজ করতে এবং দালাল মুক্ত রাখতে আমরা এই ডিজিটাল সেবা চালু করেছি।
এখন থেকে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই নির্দিষ্ট তারিখে তা সংগ্রহ করতে পারবেন। এতে সময় লাগবে মাত্র ২ দিন। এই উদ্যোগের ফলে কোন দালাল বা মধ্যপথে কোন আর্থিক দুর্নীতি থাকবে না।
এ সময় তিনি আরো জানান, সরকারি ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং অবশ্যই আবেদনে নিজের মোবাইল নাম্বার দিতে হবে। কাজ শেষ হয়ে গেলে মোবাইলে ম্যাসেজ যাবে। এরপর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্সে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে তা সহজে সংগ্রহ করা যাবে।