মৌলভীবাজারে স্থানীয়ভাবে উদ্ভাবিত পণ্য মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২০, ৪:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী ।
আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আহাম্মেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু সুফিয়ান। মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত ১৮ টি স্টল বসেছে। মেলা শেষ হবে ১১ ডিসেম্বর শুক্রবার।