শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২০, ৩:২৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা র্যালি ও মাস্ক বিতরণ করা হয়।
আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শাখার উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয় থেকে র্যালিটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনায় এসে মাস্ক বিতরণ করা হয়।
আসক ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক আহমেদ এর সভাপতিত্বে ও সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ।
এসময় আসক সহায়তা কেন্দ্রের উপদেষ্টা শাহিন আহমেদ, সমাজ সেবক মাওলানা রহিম নোমানীসহ শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।