মৌলভীবাজরে বোরো মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে কৃষকদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০২০, ৫:৪০ অপরাহ্ণ
মৌলভীবাজারের মনু প্রকল্পের আওতায় আসন্ন বোরো মৌসুমে সেচ ব্যবস্থাপনা বিষয়ে হাওড়পারের কৃষকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এতে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ৪৫জন কৃষক প্রতিনিধি অংশ নেন।
আজ ৭ ডিসেম্বর সোমবার দুপুরে রাজনগর কৃষি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় কৃষক প্রতিনিধিরা বোরো মৌসুমে সেচ সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা জানান, মনু সেচের আওতায় খনন করা খালগুলি দীর্ঘ দিন ধরে ক্ষতিগ্রস্থ ও দখলের ফলে পানি সরবরাহ কম হয়। ফলে সময়মতো সেচের পানি পাওয়া যায় না। আসন্ন বোরো মৌসুমে সেচের জন্য কৃষকদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মতবিনিময় সভায় আগামী ১৫ ডিসেম্বর মনু ব্যারেজ খোলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, পাওবো’র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম।