মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০২০, ৫:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তিন দিনব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সেবা সপ্তাহে জনসংখ্যা নিয়ন্ত্রণে করনীয় এবং মা ও শিশুর সুচিকিৎসার নিশ্চয়তায় বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়।
আজ ৬ ডিসেম্বর রোববার এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ৮ ডিসেম্বর এর সমাপনী দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন তৌহিদ আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজারের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার বিশ্বজিৎ ভৌমিক প্রমুখ।
উল্লেখ্য, সিলেট বিভাগের মধ্যে বিগত চার বছর থেকে মা ও শিশু সেবায় শীর্ষে রয়েছে এ সেবা প্রতিষ্ঠানটি। করোনাকালে মৌলভীবাজারের মা ও শিশু চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল হিসেবে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে টানা চার বার সিলেট বিভাগের শীর্ষ স্থান ধরে রেখেছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র।