ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলভীবাজারে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মৌলভীবাজারে সদর উপজেলা আওয়ামী লীগ ও মৌলভীবাজার জেলা যুবলীগ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ ৬ ডিসেম্বর দুপুর ১১টায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে অস্থিতিশীল ও উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে তারা পরিকল্পিতভাবে এসব ন্যাক্কারজনক কাজ করছে। ঘরে বসে না থেকে এর প্রতিবাদ করতে হবে এবং সকলকে সজাগ থাকতে হবে।
এদিকে দুপুরে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে শহরের চৌমোহনা থেকে অপর একটি মিছিল বের হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি বিকাশ ভৌমিক, মহি উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, শুমেষ দাশ যিশু ও কয়ছর আহমদ প্রমুখ।