মাস্ক না পরায় শিক্ষিত অসচেতনদের জরিমানা করছে র্যাব
প্রকাশিত হয়েছে : ৩ ডিসেম্বর ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
এবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযানে নেমেছে র্যাব। অভিযানকালে সাধারণ জনগণকে মাস্ক উপহার ও অসচেতন শিক্ষিত মানুষকে জরিমানা করা হয়েছে।
আজ ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা শহরের চৌমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯। এসময় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানে কয়েকজনকে জরিমানা ও দরিদ্রদের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্কের ব্যবহার নিশ্চিত করতেই মাঠে র্যাব। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।
র্যাব-৯ এর কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন এধরনের অভিযান জরুরি হয়ে পড়েছে। জরিমানা করা মূল উদ্দেশ্য নয়। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে যেসব শিক্ষিত মানুষ অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। দরিদ্রের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, কয়েক ঘণ্টার অভিযানে ১২ টি মামলা করা হয়েছে। প্রায় ২৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।