মৌলভীবাজারে ব্রান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০২০, ১:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদরের বুদ্ধিমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্র্যান্ডিং’ বিষয়ে আলোকপাত করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম, মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোতাহার বিল্লাহ, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. রেজাউর রহমান চৌধূরী, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্র্যান্ডিং’, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।