মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার কমিটি অনুমোদিত
প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০২০, ১:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গঠনটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো আল মামুন ১ ডিসেম্বর আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটির সভাপতি হয়েছেন দেওয়ান আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন আল ফায়েদ রাফি।
নতুন কমিটির নেতারা সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন জন্য মৌলভীবাজারে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।