মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৩:৩১ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকায় শুক্রবার দিনব্যাপি নিঃস্ব সহায়ক সংস্থার ব্যবস্থাপনায় দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সমাজ সেবক সৈয়দ আবুল কালামের সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন, ডা. নভঃ জ্যেতি দেব, ডা. আশফাক হোসেন ভূইয়া ও ডা. আসিফ হায়দার প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ২’শ ৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, নিঃস্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু ক্যাম্প, স্যানিটারী ল্যাট্টিন স্থাপন, মিড ডে মিল বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি মেরামত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ বিতরণসহ নানা সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।