মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত স্বশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা ও মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৩:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
অবসরপ্রাপ্ত স্বশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে মৌলভীবাজারে আলোচনা ও মতবিনিময় সভা করেছে অবসরপ্রাপ্ত স্বশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ।
শনিবার সকালে মৌলভীবাজারের শেখ রুমেল কমিউনিটি সেন্টারের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অসকসের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মহসীন আলী চৌধুরী।
এছাড়াও সভায় কুলাউড়া, বড়লেখা, জুড়ি, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগরের স্বশস্ত্রবাহিনীর সদস্যরা বক্তব্য রাখেন। সভাশেষে সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।