বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ২:২৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর বিরোধীতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মৌলভীবাজার স্বেচ্ছাসেবকলীগ। আজ ২৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যপি চলা মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, সহ সভাপতি আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আলী টিপু।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে, তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। এসব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে। মানববন্ধন শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের হয়।