বড়লেখায় ভোক্তা অধিকারের ৮ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বড়লেখায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও বড়লেখা থানার পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বড়লেখা চৌমোহনী অবস্থতি মেসার্স রিয়াজ ফার্মেসীকে ৩ হাজার ৫শ, পাখিয়ালা বাজারের শ্রীবাস স্টোরকে ২ হাজার ও সিরাজ এন্ড সন্সকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করে তা তা আদায় করা হয়।