মাস্ক না পড়ায় ২৭ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় ১৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
আজ ২৪ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা সদরসহ জেলার সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার শহর ও অন্যান্য উপজেলায় ১৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৩৫০ টাকা জরিমানা আরোপ করে তা আদা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।