মৌলভী চা বাগানের কিশোরীর মধ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০, ৩:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার :
কোভিড-১৯ মোকাবেলায় মৌলভীবাজার সদরের গিয়াসনগরের মৌলভী চা বাগানে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স।
আজ ২৪ নভেম্বর দুপুরে মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে ব্র্যাক এর সহায়তায় কিশোরীদের মধ্যে সুরক্ষা সামগ্রী হিসাবে মাক্স, হ্যান্ড গøাভস, থার্মোমিটার, হ্যাক্সিসল, টুথ ব্রাশ, স্যানিটারি ন্যাপকিনসহ ১২টি উপকরণ বিতরণ রা হয়। এ সময় তাদেরকে সচেতন থাকারও পরামর্শ প্রদান করা হয়।
ব্রেকিং দ্য সাইলেন্সের শ্রীমঙ্গল অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী, যুব উন্নয়ন কর্মকতা মো. জসিম উদ্দিন, মৌলভী টি এস্টেট এর সহকারী ব্যবস্থাপপক মোরশেদুল আলম শরীফ, ব্রেকিং দ্য সাইলেন্সের চম্পাকলি পাল, ইউপি সদস্য গুরুপদ দত্ত, বাগানের পঞ্চায়েত সভাপতি জ্ঞান উড়াং, সাবেক পঞ্চায়েত সভাপতি অমৃত তেলী, প্যানেল সদস্য গোলাপ তেলি।