শ্রীমঙ্গলে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২০, ৭:০৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।
আজ ১৭ নভেম্বর মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার সাতকরা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, লন্ডন রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা, ভানুগাছ রোডে অবস্থিত মুজিবুল হক এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা না রাখা, বিস্ফোরক আইন না মেনে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।