মৌলভীবাজার প্রেসক্লাবে তিন দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে পিআইবির ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ ১৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় প্রশিক্ষণের প্রথম দিনে এর উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
৩৫জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু ও পিআইবির প্রশিক্ষক শাহ আলম।
প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এছাড়া আরো দুই ধাপে জেলার অন্যান্য উপজেলার সাংবাদিকদেরও প্রশিক্ষণ প্রদান করা হয়।