সুহেল চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ ছোট ভাইয়ের
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে আপন ছোট ভাইকে বঞ্চিত করে বাসা বাড়ির জায়গা জবরদখল করার অভিযোগ করেছেন ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সায়েক চৌধুরী। বড় ভাই সুহেলুর রহমান ওরফে শোয়েব চৌধুরীর পালিত সন্ত্রাসীদের ভয়ে বাসা-বাড়ি ছেড়ে ছোটভাইকে হোটেলে দিন কাটাতে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান সায়েক চৌধুরী।
আজ ১৫ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সায়েক চৌধুরীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট জাহেদুর রহমান কচি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর গ্রামের ইলিয়াছ মিয়ার দুই ছেলে, দুই মেয়ে ও এক স্ত্রী। মৃত্যু পরবর্তীতে তার ছেলে-মেয়েরা ও স্ত্রী সকল সম্পত্তির মালিক। কিন্তু ছোট ভাইকে বঞ্চিত করে বড় ভাই সোহেলুর রহমান ওরপে শোয়েব চৌধুরী ২০০৬ সালে একটি জাল দলিলমূলে জেলা শহরের শান্তিবাগের ৫তলা বাসার একক মালিক হিসেবে দাবি করছেন। এছাড়া কনকপুরের বসত বাড়ি, কৃষি জমি, কনকপুরস্থ মাসুক ফিলিং স্টেশন, মৌলভীবাজার শহরের সেন্ট্রাল সড়কের জরিনা ম্যানশনের মাহিব ট্রেডার্স, কুসুমবাগস্থ ফ্রেশ মিটের দোকানের ভাড়া সোহেল একক মালিকানা দাবি করে আদায় করছেন। গত ২০১৮ সালের ৩০ এপ্রিল সায়েক চৌধুরী ও তার মাতা আনোয়ারা বেগম দেশে এসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করতে গেলে সোহেল ও তার কেয়ারটেকার বাধা দেন। এরপর সোহেল ও তার পালিত সন্ত্রাসী বাহিনী দেশে আসায় তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তিনি লিখিত বক্তব্যে আরও জানান, তার মা আনোয়ারা বেগম ২০১৮ সালের ৪ জুন মৌলভীবাজার যুগ্ম জজ আদালতে ৫৬/১৮ নং স্বত্ব মামলা করেন। অন্যদিকে চলতি বছরের ২৫ মার্চ মৌলভীবাজার মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দেন। পরবর্তী জীবনের নিরাপত্তা চেয়ে ও সম্পতি ফিরে পেতে এ বছরে ১৩ আগস্ট একটি দরখাস্থ তিনি স্থানীয় উপজেলা চেয়ারম্যানের কাছে দেন। এছাড়া গত ১০ নভেম্বর এ ব্যাপারে সহযোগিতা চেয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে একটি দরখাস্থ দেন সম্পত্তি বঞ্চিত সায়েক। অন্যদিকে সায়েককে দেশে হয়রানি করার লক্ষ্যে তার বড় ভাই সোহেল দু’টি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। প্রবাসী সায়েক বড় ভাইয়ের প্রাণনাশের হুমকি, মামলা দায়েরে হয়রানি থেকে পরিত্রাণ ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের হিস্যা পেতে প্রশাসনসহ বিচার কার্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।