পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
মৌলভীবাজারে শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২০, ৮:১৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদ।
আজ ১৪ নভেম্বর শনিবার বিকেলে শহরের দিল্লী রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মাসুক ও মাওলানা এম ফয়জুল ইসলাম এর যৌথ সভাপতিত্বে ও মাওলানা মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল ডি.ওয়াই কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আবদুস সোবহান জিহাদী, জেলা আল ইসলাহর উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা আল ইসলাহার সাধারণ মাওলানা এম এ আলিম।
সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মজম্মিল হক ও নাতে রাসুল পরিবেশ করেন মাওলানা লোকমান খান নবীন।
বক্তব্য রাখেন- মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সমাজসেবক মো. এখলাসুর রহমান, মো খসরু মিয়া, এমাদুর রহমান রেনু, দেওয়ানি জামে মসজিদের ইমাম সৈয়দ মুহিত উদ্দিন, দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মির্জা শামীম আহমদ, পশ্চিম বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ শিহাব উদ্দিন, লতিফিয়া কারী সোসাইটি মৌলভীবাজারের সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম সোহেল, সদর আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী কবির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন, প্রভাষক আরমান আলী, কেন্দ্রীয় তালামিযের সহ প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, জেলা তালামিযের সাবেক সভাপতি মো নিলুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম, রাজন আহমদ, সদর তালামীযের সাবেক সভাপতি আলী রাব্বি রতন, সদর তালামীয সভাপতি মুজিব আজহার, মো আলী আকবর, সালেহ আহমদ, সৈয়দ শাহেদ আলী, রুপক আহমদ, রাশেদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা) গুরুত্বের সহিত পালন করতে হবে। হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদেরর মতো সামাজিক সংগঠন করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।