মৌলভীবাজারের ‘কোদালীছড়া’ এর উন্নয়ন কার্যাদেশের চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২০, ৭:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার পৌরসভার ‘কোদালীছড়া’ এর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল পর্যায়ের সকল অংশীজনকে সম্পৃক্ত করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং উন্নয়ন কর্মসূচির কার্যাদেশ স্বাক্ষরিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর পৌর জনমিলন কেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পূর্বতন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এবং মোঃ তোফায়েল ইসলামকে মুঠোফোনের মাধ্যমে মতবিনিময় সভায় সংযুক্ত করেন। মুঠোফোনে সংযুক্ত হয়ে পূর্বতন জেলা প্রশাসকগণ মৌলভীবাজার বাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং কোদালীছড়ার উন্নয়ন কর্মসূচির সাফল্য কামনা করেন।
মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে ২৩ কোটি টাকা ব্যয়ে শুরু হবে শহরের পানি নিষ্কাশনের একমাত্র জলাধার কোদালিছড়ার উন্নয়ন কাজ। এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে ও গাইড-ওয়াল নির্মাণ। ফুলেফুলে সুশোভিত হবে কোদালিছড়ার দুই পাড়।