রাজনগরে বাতিঘর শিক্ষা ও সমাজকল্যাণ সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২০, ১:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগরের খাসপ্রেমনগরে বাতিঘর শিক্ষা ও সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠানে গুণীদের সংর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার লতিফিয়া ফজর আলী হাফিজিয়া মাদরাসায় বিকেল ৩টায় সংস্থার সভাপতি শহিদুল ইসলাম শাহনূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান খান, ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান, মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য মো. রোকন রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাম্মু, ৪ নং ওয়ার্ডের মেম্বার জিয়াউর রহমান।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিলুর রহমান, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া।
উল্লেখ্য, রাজনগর উপজেলার খাস প্রেমনগর এলাকার যুব সমাজের উদ্যোগে গঠিত হয় সামাজিক সংগঠন বাতিঘর শিক্ষা ও সমাজকল্যাণ সংস্থা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের অনগ্রসর, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য, অশিক্ষা, কুসংস্কার, দারিদ্র দূরীকরণ ও সমাজসেবার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানের শেষে সংস্থার সদস্যদের শপথ পাঠ করান মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন।
অনুষ্ঠানে সংস্থার সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ সংগঠন প্রতিষ্ঠার পটভূমি ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন ও এর বলিষ্ট কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।